জন গণ মন অধিনায়ক জয় হে
ভারত ভাগ্য বিধাতা
পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা
দ্রাবিড় উৎকল বঙ্গ
বিজয় হে, বিজয় হে, বিজয় হে
ভারতের ভাগ্য বিধাতা
জয় হে, জয় হে, জয় হে।
আমাদের স্কুলের গান
আমরা সবাই একসাথে, হাসি মুখে চলি,
জ্ঞানের আলোকে আলোকিত করি জীবন।
সত্য ও ধার্মিকতার পথে আমরা আগাই,
বন্ধুত্ব ও শ্রদ্ধায় ভরে উঠুক মন।
শিক্ষকের কথা শুনি, পড়াশোনায় মন দিই,
খেলার মাঠে খেলি, শরীর শক্ত করি।
আমাদের বিদ্যালয় আমাদের প্রিয় স্থান,
শিক্ষা আর শৃঙ্খলা মিলে গড়ে নতুন জীবন।
আমরা দেশকে ভালোবাসি, প্রকৃতিকে স্নেহ করি,
একে অপরকে সাহায্য করি, মন খুলে হাসি।
আমরা সবাই মিলেমিশে শিখি, বড় হই ভালো মানুষ,
প্রতিটি সকাল হোক আনন্দে, ভালোবাসায় ভরা।